স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান এম সাখাওয়াত হোসেনের
নিউজ ডেস্ক
স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান এম সাখাওয়াত হোসেনের
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দফতর ও সংস্থা প্রধানদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সার্বিক কাজের প্রক্রিয়ায় আরো গতি আনতে হবে, একাজে সবার সহযোগিতা লাগবে। পাটের হারানো ঐতিহ্য পুনর্জাগরণে আন্তরিক হয়ে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা পেলে এ খাতের আরো উন্নতি হবে।
বস্ত্র ও পাটের উন্নয়ন এবং পাটের ব্যবহার বৃদ্ধিতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে জানিয়ে বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে বক্তব্য দেন।
মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মঈনুল ইসলাম, অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বাংলাদেশ পাটকল করপোরেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রে. জেনারেল মো. জিয়াউল হক, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মাহমুদ হোসেন, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. আনওয়ার হোসেন, বস্ত্র অধিদফতরের মহাপরিচালক শহিদুল ইসলাম, পাট অধিদফতরের মহাপরিচালক জিনাত আরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- প্রধান উপদেষ্টা শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন
- বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন দিয়েছে ডিএসসিসি
- স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান এম সাখাওয়াত হোসেনের
- পুলিশে দুর্নীতি হলে কোনো ছাড় নয় : জাহাঙ্গীর আলম
- বন্যার্তদের সহায়তা দিতে টিএসসিতে মানুষের ঢল
- উন্নতির দিকে বন্যা
- পাঁচ জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক, ফেনীসহ চার জেলায় উন্নতি
- ঢাকা, চট্টগ্রামসহ ২৫ জেলার ডিসিকে বদলি
- স্বাস্থ্যসেবা বিভাগে বড় রদবদল করা হয়েছে
- বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত