ঢাকা, রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

সারাদেশে আজ শহীদি মার্চ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৪  

আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্ণ হয়েছে আজ। এ উপলক্ষে সারাদেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে।

এরপর নীলক্ষেত, সায়েন্সল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ যাবে শহীদি মার্চ। এরপর বিজয় সরণি, ফার্মগেট হয়ে কারওয়ান বাজার, শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্যে এসে শেষ হবে কর্মসূচি। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার আমরা শহীদি মার্চ করতে চাই। সারা দেশে ইউনিয়ন থেকে মহানগরসহ সকল পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে, আহত ভাইবোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, যে ভাইবোনেরা হাত-পা-চোখ হারিয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হবে।’ এ ছাড়া আগামীকাল ৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় ও জেলাগুলোয় জনমত গঠনে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, ‘৬ সেপ্টেম্বর সারা দেশে বিভাগীয় সফর শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে সফরে আমরা সারা দেশের ঘটনাগুলো শুনব। ছাত্র-জনতা থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলব। সারা দেশে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের কমিটির সদস্যরা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবেন।’

সর্বশেষ
জনপ্রিয়