বেশ করেছি হেসেছি : স্বস্তিকা মুখার্জি
নিউজ ডেস্ক
বেশ করেছি হেসেছি : স্বস্তিকা মুখার্জি
আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে উত্তাল কলকাতা। নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের পরই ফুঁসে ওঠেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ— সবখানেই সরব তিনি।
মিছিলে অংশ নিয়ে অপরিচিত অনেকের সঙ্গে ছবি তুলেছেন স্বস্তিকা। সেসব ছবিতে হাস্যোজ্জ্বল মুখে দেখা যায় স্বস্তিকাসহ অন্যদের। এসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা নিয়েও ঢের সমালোচনা করছেন কেউ কেউ। বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে স্বস্তিকার। এ নিয়ে ফেসবুকে নিজের জোরালো অবস্থানের জানান দিয়েছেন এই অভিনেত্রী।
স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘আমি সন্দীপ ঘোষ নই। আমি রেপ করিনি। আমি খুনও করিনি। রাস্তায় নেমে ১৫ ঘণ্টা ধরে প্রতিবাদরত নারী বা পুরুষদের সারাক্ষণ মুখ গম্ভীর করে থাকতে হবে সেই নিয়মটা কে বানালো? আর কোনো নিয়ম মানব না, যেভাবে মনে হবে সেভাবেই রাস্তায় নামব, দিনে-রাতে।’
লোকের কথাকে পাত্তা না দেওয়া স্বস্তিকা লেখেন, ‘এরা আমার অপরিচিত। এদের সবার সঙ্গে আজকে আলাপ হলো। কত অচেনা মানুষ চেনা হয়ে উঠছে। বেশ করেছি হেসেছি। যারা ২০ দিন ধরে রোজ জেগে আছে তারা যেভাবে ভালো থাকার হোক থাকুক। যে যেভাবে প্রতিবাদ করার করুক। হেসে বা না হেসে। এই নিয়েও আবার কণ্ঠ তুলতে হচ্ছে, সত্যি কী দুঃসময়।’
ট্রলকারীদের উদ্দেশ্যে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘যারা যত ট্রল করবি কর, হেসে হেসেই প্রতিবাদ করব। তোরা বাড়িতে বসে ফেসবুক ফেসবুক খেলা কর।’
- দুই ঘণ্টা সময় দিয়ে কাকে হুঁশিয়ার করলেন সোহানা সাবা?
- প্রেমের গুঞ্জনে তানিয়ার ভাষ্য ‘আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল’
- অনেক কিছু দেখানোর বাকি আছে : তানজিন তিশা
- আমাকে আপনারা পরেও গালি দিতে পারবেন : পূর্ণিমা
- পর্দা মাতাতে আসছেন মেহজাবীন-ইয়াশ
- বিচার পাব কিনা জানি না : পাওলি দাম
- সৌরভ গাঙ্গুলির ওপর ক্ষোভ ঝাড়লেন শ্রীলেখা
- হায়রে অরুণা বিশ্বাস, চেয়েছিলেন আমাকে গুলি করে দিক?
- শেখ হাসিনার চরিত্রে সেই কাজটি করছেন না অপু বিশ্বাস!
- নতুন বাংলাদেশে ছাত্ররাজনীতি নিয়ে প্রথম নাটক