বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের নির্দেশ
নিউজ ডেস্ক
বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের নির্দেশ
বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধের পাশাপাশি সহযোগিতা করতে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি দেশের সব বিমানবন্দরের কাস্টমস বিভাগকে এ নির্দেশনা দিয়েছে এনবিআর। নির্দেশনায় বলা হয়, বিমানবন্দরে আসার পর প্রবাসীদের কয়েকবার লাগেজ খোলা, দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা, বেল্ট-মানিব্যাগ-জুতা-ল্যাপটপ-মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজনে-অপ্রয়োজনে চেক করা হয়।
অথচ বিদেশে স্ক্যানিং মেশিনের মাধ্যমেই যাবতীয় চেকিং শেষ করা হয়ে থাকে। চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশি প্রবাসী কর্মীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। সরকার প্রবাসী কর্মীদের বিদেশ গমন সহজ করতে এবং অধিকতর সেবা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশি প্রবাসী কর্মীদের বিদেশ থেকে আগমন এবং বিদেশে যাওয়ার সময় দেশের সব বিমানবন্দরে বিদেশগামী এবং বিদেশফেরত প্রবাসী কর্মীদের অকারণে লাগেজ খোলাসহ যে কোনো হয়রানিমূলক কার্যক্রম বন্ধের অনুরোধ করা হলো। আদেশ জারির পরও প্রবাসীদের কোনো ধরনের হয়রানি করা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলেও এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। দীর্ঘদিন ধরে বিমানবন্দরে ভোগান্তিমুক্ত পরিবেশ দাবি করছিলেন তাঁরা। এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশি প্রবাসী কর্মীদের বিমানবন্দরে অধিকতর সেবা দিতে অনুরোধ জানানো হয়েছিল।
- প্রধান উপদেষ্টা শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন
- বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন দিয়েছে ডিএসসিসি
- স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান এম সাখাওয়াত হোসেনের
- পুলিশে দুর্নীতি হলে কোনো ছাড় নয় : জাহাঙ্গীর আলম
- বন্যার্তদের সহায়তা দিতে টিএসসিতে মানুষের ঢল
- উন্নতির দিকে বন্যা
- পাঁচ জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক, ফেনীসহ চার জেলায় উন্নতি
- ঢাকা, চট্টগ্রামসহ ২৫ জেলার ডিসিকে বদলি
- স্বাস্থ্যসেবা বিভাগে বড় রদবদল করা হয়েছে
- বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত