বন্যাদুর্গতদের চিকিৎসায় মেডিকেল টিম পাঠালো ঢামেক
নিউজ ডেস্ক
বন্যাদুর্গতদের চিকিৎসায় মেডিকেল টিম পাঠালো ঢামেক
ফেনীতে বন্যাদুর্গতদের চিকিৎসার জন্য জরুরি ওষুধসহ ছয় সদস্যের একটি মেডিকেল টিম পাঠিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য ওষুধসহ ঢাকা মেডিকেল থেকে ফেনীর উদ্দেশ্যে ছয় সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। ছয় সদস্য টিমের মধ্যে রয়েছেন দুজন চিকিৎসক, দুজন নার্স ও দুজন কর্মচারী। বন্যা দুর্গত এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে ফার্স্ট এইড ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রও পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় যেসব ওষুধ দেওয়া হয়েছে সেগুলো হাসপাতালের চিকিৎসক (এমআইএসটি) ও শিক্ষার্থীদের দেওয়া অর্থ দিয়ে কেনা হয়েছে। এর আগে (২৫ আগস্ট) ছয় সদস্যের আরও একটি সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছিল। মূলত সেখানে যারা কাজ করছেন তাদের রিপ্লেসমেন্ট হিসেবে এই ছয় সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে।
- প্রধান উপদেষ্টা শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন
- বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন দিয়েছে ডিএসসিসি
- স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান এম সাখাওয়াত হোসেনের
- পুলিশে দুর্নীতি হলে কোনো ছাড় নয় : জাহাঙ্গীর আলম
- বন্যার্তদের সহায়তা দিতে টিএসসিতে মানুষের ঢল
- উন্নতির দিকে বন্যা
- পাঁচ জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক, ফেনীসহ চার জেলায় উন্নতি
- ঢাকা, চট্টগ্রামসহ ২৫ জেলার ডিসিকে বদলি
- স্বাস্থ্যসেবা বিভাগে বড় রদবদল করা হয়েছে
- বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত