আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
নিউজ ডেস্ক
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড-২০২৪-এ বাংলাদেশ দলের কাজী রাফসান মাহবুব ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। হংকংয়ে গত ২২-৩১ জুলাই এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সেখানে হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিল, ব্যুরো অব এডুকেশন, বিশ্ববিদ্যালয় এবং বিদেশী মিশনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডকে গত ছয় বছরে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে ধারাবাহিক অবদানের স্বীকৃতির জন্য একটি সম্মানজনক স্মারক দেওয়া হয়। গত বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজী রাফসান মাহবুবের সাফল্য বাংলাদেশ দলের কঠোর প্রশিক্ষণ এবং প্রস্তুতির প্রমাণ। বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট আল আমিন পারভেজ এবং হেড অব অর্গানাইজিং আশিকুর রহমানের নেতৃত্বে দলটি আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অর্থনীতি, ফিন্যান্সিয়াল, ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান বিষয়ে ৫৩টি দেশ এবং অঞ্চলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে।
বাংলাদেশ দলের সানিডেল স্কুলের জাহিয়া জাকারিয়া, জন উইলসন স্কুলের কাজী রাফসান মাহবুব, আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের দীপ্যমান দাশ, মাস্টারমাইন্ড স্কুলের সৌহার্দ্য সোপান সিংহ, সেফালন ইন্টারন্যাশনাল স্কুলের খন্দকার সাহাফ বিন আসিফ এবং মোহাম্মদ রিদওয়ান নুবায়ের আদিব পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।
এখন পর্যন্ত বাংলাদেশ দল আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড এবং বিশ্ব অর্থনীতি কাপের ৯টি আসরের প্রতিযোগিতা থেকে ৩৫টি পদক অর্জন করেছে। বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের জাতীয় কমিটির চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ বাংলাদেশ দলকে অভিনন্দন জানান এবং সারাদেশে অর্থনৈতিক শিক্ষা ও আর্থিক সাক্ষরতা প্রসারে অলিম্পিয়াডের একটি গুরুত্বপূর্ণ অবদানের কথা ব্যক্ত করেন।বাংলাদেশ জাতীয় দলের টাইটেল স্পন্সর ছিল ব্যাংক এশিয়া, গোল্ড স্পন্সর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ব্রোঞ্জ স্পন্সর ছিল ব্র্যাক ব্যাংক ও বার্জার পেইন্টস বাংলাদেশ। এ ছাড়া জাতীয় পর্যায়ের প্রোগ্রামে ইসলামী ব্যাংকেরও সমর্থন ছিল।
- আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
- রোববার থেকে শুরু হচ্ছে রাবির ক্লাস-পরীক্ষা
- এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করে আদেশ জারি
- ফ্যাসিবাদের দোসরকে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের উপাচার্য না করা হয় : চট্টগ্রামে সমন্বয়করা
- প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
- খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ নামকরণ
- প্রাথমিক বিদ্যালয়েও কমিটি বাতিল, পুনর্গঠনের নির্দেশ গণশিক্ষা মন্ত্রণালয়ের
- ৬ টন পশুখাদ্য নিয়ে বন্যাদুর্গত এলাকায় বাকৃবি শিক্ষার্থীরা
- কোটা আন্দোলনে আহতদের চিকিৎসায় ঢামেকের পরিকল্পনা
- ‘ভিসি ছাড়াই’ চলবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম : শিক্ষা মন্ত্রণালয়